গাজায় একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি সড়কে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন একটি ব্রিগেডের কোম্পানি কমান্ডার ও তিনজন সাধারণ সেনা রয়েছে। তাদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে হবে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে রাফার জানিনা এলাকায় অভিযানের সময় এই ঘটনা ঘটে। এ সময় একটি সাঁজোয়া যান রাস্তার নিরাপত্তা পরখ করছিল। এর পেছনে দুটি সেনা বাহন চলছিল। এ সময় একটি গাড়ি যখন রাস্তার পাশে সরে যায়, তখন ডিভাইসের বিস্ফোরণে তা ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জন মাঝারি ধরনের আঘাত পেয়েছে।
সূত্র : স্কাই নিউজ