যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া-ইসরাইল

ইসরাইল বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং সুয়েইদা অঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরনের বিমান হামলা চালায়।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার সরকারি বাহিনী সুয়েইদার কাছে মাজরা ও ওয়ালগার মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছে
সিরিয়ার সরকারি বাহিনী সুয়েইদার কাছে মাজরা ও ওয়ালগার মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছে |সংগৃহীত

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক ঘোষণা করেছেন, সিরিয়া ও ইসরাইল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা অঞ্চলে কয়েকদিন ধরে বিমান হামলা এবং সাম্প্রদায়িক সহিংসতার পর প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

শনিবার (১৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ব্যারাক বলেছেন, সিরিয়া ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিকে ওয়াশিংটন সমর্থন করেছে এবং তুরস্ক, জর্ডানসহ সিরিয়ার প্রতিবেশী দেশগুলো একে স্বাগত জানিয়েছে।

যুদ্ধবিরতি ঘোষণার বার্তায় ব্যারাক বলেছেন, ‘দ্রুজ, বেদুইন ও সুন্নিদের তাদের অস্ত্র নামিয়ে নেয়ার এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে মিলে প্রতিবেশীদের সাথে শান্তি ও সমৃদ্ধিতে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।’

তবে সিরিয়ান বা ইসরাইলি কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তা শুক্রবার জানান, ‘দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে ইসরাইল পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সুয়েইদায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সীমিত প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।’

ইসরাইল বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং সুয়েইদা অঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরনের বিমান হামলা চালায়। তাদের দাবি, তারা সুয়েইদায় সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করার জন্য আক্রমণ শুরু করেছে। সেখানে গত কয়েকদিন ধরেই দ্রুজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অন্যান্য আরব দেশগুলোর মধ্যস্থতায় দ্রুজ নেতা ও সিরিয়ার সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ইসরাইল একইদিনে সিরিয়ায় বিমান হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হন।

ইসরাইলি হামলার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন ভাষণে বলেন, দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ইসরাইলের সাথে সিরিয়া যুদ্ধ চায় না, তবে তারা যুদ্ধকে ভয় পায় না।

শুক্রবার আবারো বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সরকার সুয়েইদা অঞ্চলে একটি বিশেষ বাহিনী মোতায়েন করেছে।

সূত্র : আল জাজিরা