গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৬০ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় শুক্রবার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন আরো ১৩ জন।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছেন ৩০ জন। গত ১৬ সেপ্টেম্বর থেকে সেখানে স্থল অভিযান শুরু করার পর ইসরাইল তাদের আক্রমণ আরো তীব্র করেছে।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় হামাসের বিরুদ্ধে ‘অভিযান শেষ করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার আল-ওয়েহদা সড়ক, শাতি ক্যাম্প ও নাসর এলাকাসহ বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। শহরের পশ্চিমে আবাসিক এলাকা রেমালেও হামলা চালানো হয়েছে। রেমালের হামলাটি কোনো রকমের পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে মানবিক-বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) বরাত দিয়ে বলেন, ইসরাইল গত ২৪ ঘণ্টায় ‘প্রতি আট বা নয় মিনিটে একটি বিমান হামলা’ চালিয়েছে। যা বেসামরিক নাগরিকদের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে এনেছে।

ফিলিস্তিনি চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে, ইসরাইলি হামলার পাশাপাশি শুক্রবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত জিএইচএফের পরিচালিত সাইটগুলো থেকে সাহায্য নেয়ার সময় ১৩ জন নিহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা