আলেপ্পোয় সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি

সিরিয়ার সেনাবাহিনী এর আগে আলেপ্পোর দুটি এলাকা অবরোধ করে। ওই দুটি এলাকাই এসডিএফের নিয়ন্ত্রণে ছিল।

নয়া দিগন্ত অনলাইন

সিরিয়ার আলেপ্পো শহরের দুটি এলাকায় কয়েকদিনের সংঘাত ও উত্তেজনার পর সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ার বেশ কয়েকটি ফ্রন্টলাইনে কুর্দি-নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরুদ্ধে আবার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই পদক্ষেপ সামরিক পদক্ষেপের পূর্বাভাস নয়, বরং এসডিএফের বারবার আক্রমণ ও অঞ্চল দখলের প্রচেষ্টা রোধ করতে নেয়া হয়েছে।

কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফ ও সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মধ্যে চলতি বছরের মার্চ মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে দুই পক্ষের সাম্প্রতিক সংঘর্ষে ওই চুক্তির কার্যকারিতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী, এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার কথা ছিল।

ওই চুক্তির লক্ষ্য ছিল ১৪ বছরের গৃহযুদ্ধে বিভক্ত একটি দেশকে একত্রিত করা এবং সিরিয়ার এক-চতুর্থাংশ দখলকারী এসডিএফসহ কুর্দি প্রশাসনিক সংস্থাগুলোকে দামেস্কের সাথে একীভূত হওয়ার পথ প্রশস্ত করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়ার সেনাবাহিনী এর আগে আলেপ্পোর দুটি এলাকা অবরোধ করেছিল। ওই দুটি এলাকাই এসডিএফের নিয়ন্ত্রণে ছিল। এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন। ওই দুই এলাকায় এখনো থেমে থেমে সংঘাত চলছে বলেও জানান তারা।

একটি নিরাপত্তা সূত্র জানায়, একটি চেকপয়েন্টে হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে এসডিএফের সাথে যুক্ত কুর্দি যোদ্ধারা জানান, তারা সরকারি বাহিনীর আক্রমণ প্রতিহত করেছেন।

সূত্র : রয়টার্স