৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ইসরাইলের দাবানল

বুধবার জেরুসালেম ও তেল আবিবের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি শহরের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের ১১টি স্থানে দাবানল ছড়িয়ে পড়ে
ইসরাইলের ১১টি স্থানে দাবানল ছড়িয়ে পড়ে |সংগৃহীত

ইসরাইল বৃহস্পতিবার ঘোষণা করেছে, জেরুসালেম এলাকায় ছড়িয়ে পড়া দাবানল প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। দাবানলে চার হাজার ৯৪২ একর এলাকা ধ্বংস হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন ও চ্যানেল ১২ অনুসারে, বুধবার জেরুসালেম পাহাড়ে যে বিশাল আগুন লেগেছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচারকটি জানিয়েছে, দাবানলের সূত্রপাত নির্ধারণের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ করেছিলেন কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। তবে চ্যানেল ১২ জানিয়েছে, জেরুসালেম পাহাড়ের মূল আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়নি, বরং তা অবহেলার কারণে ঘটেছে।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে বর্তমানে ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন আগুন লাগানোর সময় ধরা পড়েছে।’

কিন্তু ইসরাইলি আর্মি রেডিও তার দাবি অস্বীকার করে বলেছে, ‘অগ্নিসংযোগের সন্দেহে মাত্র তিনজনকে আটক করা হয়েছে।’

বুধবার জেরুসালেম ও তেল আবিবের মধ্যে ছড়িয়ে পড়া দাবানলের ফলে বেশ কয়েকটি শহরের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।