ইসরাইলি পুলিশের সুরক্ষায় অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। বৃহস্পতিবার (২৮ মে) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি পুলিশের সুরক্ষায় আল আকসা প্রাঙ্গণে হামলা চালায় কয়েক ডজন বসতি স্থাপনকারী। এ সময় তারা কয়েক দলে বিভক্ত হয়ে সেখানে হামলা চালায়। এরপর মসজিদ প্রাঙ্গণে তারা উস্কানিমূলক বিভিন্ন কার্যকলাপ করে। পরে তারা তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করে।
উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জর্ডানের মাঝে একটি অলিখিত চুক্তি রয়েছে যে আল আকসা মসজিদ কমপ্লেক্সকে জর্ডান নিয়ন্ত্রিত একটি ওয়াকফ সংস্থা পরিচালনা করবে। সেখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সফর করতে পারবে। কিন্তু সেখানে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে না। অন্যদিকে, মুসলিমরা এর রক্ষণাবেক্ষণের পাশাপাশি সেখানে নামাজসহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে।
সম্প্রতি ইসরাইলের উগ্রডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গাভীর এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে এবং বেশ কয়েকবার অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে নিয়ে আকসা প্রাঙ্গণে হামলাও করেছেন। তিনি নিয়মিত অবৈধ বসতি স্থাপনকারীদের এই নিয়ম ভাঙার প্রতি উস্কানি দিয়ে থাকেন। তবে কিছুদিন আগেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তার সরকারের এই নিয়ম বাতিল করার কোনো পরিকল্পনা নেই।
সূত্র : আল জাজিরা