৪০ বার হজ করে ১৪২ বছরে ইন্তেকাল ১৩৪ সদস্যের পরিবারের কর্তার

নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল ওদায়ির মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা তার সুদৃঢ় ঈমান, দ্বীনদারিতা, ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন।

নয়া দিগন্ত অনলাইন
নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল ওদায়ি
নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল ওদায়ি |সংগৃহীত

১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল ওদায়ি নামে সৌদি আরবের এক বৃদ্ধ। তিনি তার এই দীর্ঘ জীবনে ৪০-এরও বেশিবার পবিত্র হজ আদায় করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) জিও নিউজ জানায়, নাসির বিন রাদ্দানের জানাজায় অন্তত ৭ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। আর জানাজা অনুষ্ঠিত হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে। এরপর বৃদ্ধের নিজ এলাকা আলে রাশেদে তাকে দাফন করা হয়।

বৃদ্ধের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, তিনি সর্বশেষ বিয়ে করেন ১১০ বছর বয়সে এবং এই ঘর থেকেও তার একটি মেয়েসন্তান জন্মগ্রহণ করে। তার সন্তান ও নাতি-নাতনি সংখ্যা ১৩৪ জন।

নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল ওদায়ির মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা তার সুদৃঢ় ঈমান, দ্বীনদারিতা, ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন।

সূত্র : জিও নিউজ