লেবাননে জাতিসঙ্ঘ টহলদলের ওপর হামলার ঘটনায় ছয়জন গ্রেফতার

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের টহল দলের ওপর বন্দুকধারীদের হামলার পর দেশটির সেনাবাহিনী ছয়জনকে গ্রেফতার করেছে।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের টহল দলের ওপর বন্দুকধারীদের হামলার পর দেশটির সেনাবাহিনী ছয়জনকে গ্রেফতার করেছে। আজ শনিবার লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এর আগে জানায়, বৃহস্পতিবার তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন বন্দুকধারী একটি টহল গাড়িতে গুলি চালায়, তবে কেউ আহত হয়নি।

শনিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা অধিদফতর হামলার পর তদন্ত চালিয়ে ছয়জন লেবাননি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

সেনাবাহিনী জানায়, ইউনিফিলের ওপর হামলা সহ্য করা হবে না। শান্তিরক্ষীরা ইসরাইল সীমান্তের কাছে লিতানি নদীর দক্ষিণে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইউনিফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১৯৭৮ সালের মার্চ থেকে ইউনিফিল ইসরাইল ও লেবাননের মধ্যে বাফার হিসেবে কাজ করছে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বও তাদের ওপর রয়েছে, যা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সঙ্ঘাত থামানোর উদ্দেশ্যে করা হয়েছিল।

চুক্তি অনুযায়ী লেবানন থেকে ইসরাইলি বাহিনী সরে যাবে এবং হামলা বন্ধ করবে, একইসাথে ইরান-সমর্থিত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিত করার কথা রয়েছে।

সূত্র : এএফপি/বাসস