তুরস্কে পারফিউমের গোডাউনে আগুন, হতাহত ১১

তুরস্কের একটি পারফিউম গোডাউনে আগুন লেগে ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের পারফিউম গুদামে আগুন লেগেছে
তুরস্কের পারফিউম গুদামে আগুন লেগেছে |ডেইলি সাবাহ

তুরস্কের একটি পারফিউম গোডাউনে আগুন লেগে ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন।

শনিবার (৮ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে পারফিউমের একটি গুদামে আগুন লেখে ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। এ সময় গুদামের দুটি স্টোর ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় সেখানকার গভর্নর ইলহামি আকতাস বলেন, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসে গেছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র : ডেইলি সাবাহ