হামাসকে আত্মসমর্পণ করতে হবে, নয়তো গাজার ও নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেন, ‘গাজা ও বিদেশের বিলাসবহুল হোটেলগুলোতে অবস্থানরত হামাসের নেতাদের জন্য এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা। বন্দীদের মুক্তি দিন এবং আপনাদের অস্ত্র জমা দিন। অন্যথায় গাজা ধ্বংস হয়ে যাবে এবং আপনাদেরকেও ধ্বংস করা হবে।’
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক বন্দীদের মুক্তি দেয়ার জন্য হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেয়ার পরপরই হামাসকে উদ্দেশ্য করে কাটজ এ কথা বলেন।
সূত্র : এএফপি/বাসস



