ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। তাদের এই পদক্ষেপকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (২১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এসব দেশের স্বীকৃতি একদিকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। অন্যদিকে তা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্য অযৌক্তিক পুরস্কার।
এ সময় তিনি জাতিসঙ্ঘকে ইসরাইলের বিরুদ্ধে চালানো সব ধরনের অপপ্রচার বন্ধের জন্য আহ্বান জানান।
ইসরাইলি প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে তেল আবিব তাদের বন্দীদের সবাইকে মুক্ত করতে এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করতে তাদের জোরালো অভিযান অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যে অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘের অধিবেশনে তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধের বাস্তবতা তুলে ধরবেন।
সূত্র : আল জাজিরা