গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (৪ অক্টোবর) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা প্রস্তাবনায় হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ায় ইসরাইলকে অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নির্দেশ দেয়ায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযান বন্ধ ঘোষণা করেছে।
আইডিএফ জানিয়েছে যে তাদের সদস্যরা অভিযানে নিয়োজিত ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আহ্বানে ওেই অভিযান স্থগিত করা হয়েছে। এ সময় তারা ফিলিস্তিনিদের অবরুদ্ধ শহরে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করে। তারা বলে, এটি এখনো ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ হিসেবে রয়ে গেছে।
টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিনিধি দল রোববার আলোচনার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা সম্ভবত লোহিত সাগরের অবকাশস্থল শার্ম আল-শেখে বৈঠকে মিলিত হবেন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ওই অঞ্চলে যাচ্ছেন বলে জানা গেছে।
সূত্রটি আরো জানিয়েছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়াকে ‘নেতিবাচক’ বলে মনে করেন বলে জানা গেছে। কিন্তু ট্রাম্পের প্রচেষ্টার সাথে একমত হওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না।
টাইমস অফ ইসরাইল জানতে পেরেছে যে ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর আইডিএফকে এই নির্দেশ দেয়া হয়েছে। এ সময় আইডিএফকে সামরিক তৎপরতা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : টাইমস অফ ইসরাইল