জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে কানাডা। তবে কানাডার এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে ইসরাইল।
অটোয়া থেকে এএফপি এই খবর জানিয়েছে।
কানাডার অটোয়ায় অবস্থিত ইসরাইলি দূতাবাস জানিয়েছে, ‘কানাডার এই পরিকল্পনা আমাদের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার একটা বিকৃত প্রচারণার অংশ।’
এক বিবৃতিতে তারা জানায়, ‘জবাবদিহিমূলক সরকার, কার্যকর প্রতিষ্ঠান ও মানবিক নেতৃত্বহীন অবস্থায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ বর্বরতাকে পুরস্কৃত ও বৈধতা দেয়া।’
সূত্র : বাসস