আগামী সপ্তাহে জাতিসঙ্ঘ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে লুক্সেমবার্গ। প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন জানান, দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক এবং পরিস্থিতি খারাপ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে ফ্রান্সসহ এক ডজনের বেশি পশ্চিমা দেশও শিগগিরই স্বীকৃতির ঘোষণা দিয়েছে। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে কঠোরভাবে সমালোচনা করেছে।
জাতিসঙ্ঘের প্রায় তিন-চতুর্থাংশ দেশ ইতিমধ্যেই ১৯৮৮ সালে ঘোষিত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
সূত্র : আল জাজিরা