সোমালিয়ার বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইসরাইলের তীব্র সমালোচনা করে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি |পার্সটুডে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইসরাইলের তীব্র সমালোচনা করে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, সোমালিয়ার ভূখণ্ড ভেঙে ফেলার ষড়যন্ত্রকে এগিয়ে নেয়ার চেষ্টা করে ইসরাইল যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা জাতিসঙ্ঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।

সোমালিয়ায় ফেডারেল প্রজাতন্ত্রের জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত দৃঢ় অবস্থান রয়েছে।

ইসমাইল বাকায়ি সোমালিয়ার ওপর ইসরাইলের অসৎ পদক্ষেপকে এই অঞ্চলের দেশগুলোকে অস্থিতিশীল করা এবং লোহিত সাগর অঞ্চল এবং আফ্রিকার নিরাপত্তাহীনতাকে তীব্র করবে বলে মনে করেন।

ইহুদিবাদী শাষকগোষ্ঠীর পদক্ষেপের নিন্দায় ইসলামী সহযোগিতা সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের দৃঢ় অবস্থানকে সমর্থন করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি। তিনি দখলদার ইসরাইলের সম্প্রসারণবাদী এবং হুমকিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে