ইসরাইলের হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানীসহ একই পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক সদস্যরাও ছিলেন।
বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানি সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার রাতে ইরানের উত্তরাঞ্চলের আস্তানে আশরাফিয়েহ শহরে এ হামলা চালানো হয়। এটি কাস্পিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত। ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে হামলা করে ইসরাইলি বাহিনী।
প্রতিবেদন অনুসারে, ইরানের সাথে ১২ দিনের সংঘাতে ইসরাইল কমপক্ষে ১৪ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও ছিলেন।
এর আগে, ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা দাবি করেন, এই হত্যাকাণ্ডের ফলে ইসরাইলি ও মার্কিন বোমা হামলার পর যেসব পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ এখনো অবশিষ্ট রয়েছে, সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
তবে জারকার এমন দাবি সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, ইরানের আরো বিজ্ঞানী রয়েছেন, যারা নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। ইসরাইলের এসব হত্যাকাণ্ড কেবল দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না।