ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দর এলাকায় আঘাত হানার পর ঘটনাস্থলে ইসরাইলি নিরাপত্তা বাহিনী
ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দর এলাকায় আঘাত হানার পর ঘটনাস্থলে ইসরাইলি নিরাপত্তা বাহিনী |সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের পাশের একটি রাস্তা ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (৪ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, রোববার সকালে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

প্যারামেডিকদের মতে, এতে আটজন আহত হয়েছেন।

ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ ও অবরোধের বিরোধিতা করে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। বিদ্রোহী গোষ্ঠীটি ইসরাইলের ব্যস্ততম বিমানবন্দরে ছোড়া ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গাজায় ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন নিহত হয়েছে, যার মধ্যে ২ মার্চ থেকে ইসরাইলি অবরোধের কারণে ৫৭ জন অনাহারে মারা গেছেন।

এক টেলিভিশন বিবৃতিতে হাউছির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেন, বেন গুরিওন বিমানবন্দর আর নিরাপদ নয়।

এ হামলার ফলে বিমানবন্দরটিতে কিছুক্ষণের জন্য ফ্লাইট বন্ধ করে দেয়া হয় এবং কিছু বিমানকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। বিমানবন্দরের সব প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং ঘটনাস্থলের দিকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।