দুর্নীতির দায়ে গ্রেফতার তিন শতাধিক ইসরাইলি কর্মকর্তা

ইসরাইলে একটি বড় দুর্নীতির মামলার খবর প্রকাশের পর আবারো সেখানকার দুর্নীতি সবার নজর কেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্নীতির দায়ে গ্রেফতার তিন শতাধিক ইসরাইলি কর্মকর্তা
দুর্নীতির দায়ে গ্রেফতার তিন শতাধিক ইসরাইলি কর্মকর্তা |পার্সটুডে

ইসরাইলে একটি বড় দুর্নীতির মামলার খবর প্রকাশের পর আবারো সেখানকার দুর্নীতি সবার নজর কেড়েছে।

আল-মানার নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরে ইসরাইলে একটি বড় দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে এই অঞ্চলের শ্রমিক ইউনিয়নের অফিসগুলোতে ইসরাইলি পুলিশ হামলা চালায়। এই সময় ইউনিয়নের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে শ্রমিক ইউনিয়নের প্রধান ‘আরনন বার ডেভিড’ এবং তার স্ত্রীসহ অন্যান্য ইসরাইলি কর্মকর্তাও রয়েছেন।

ইসরাইলি গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, গ্রেফতার ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে কয়েক ডজনকে আর্থিক ঘুষ গ্রহণ এবং তাদের পদের অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই মামলার পরিধি এতটাই বিস্তৃত যে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে।

তদন্তে দেখা গেছে, বীমা ব্যবসায়ীরা ইসরাইলি শ্রমিক ইউনিয়নের মধ্যে একটি সঙ্ঘবদ্ধ দুর্নীতির নেটওয়ার্ক পরিচালনা করছিল, আর্থিক ঘুষের বিনিময়ে পরিষেবা প্রদানের জন্য তাদের পদের অপব্যবহার করেছিল।

দুই বছর ধরে গোপনে পরিচালিত তদন্তটি এখন ইসরাইলি কর্মকর্তাদের গ্রেফতারের পর্যায়ে পৌঁছেছে।

এই দুর্নীতির মামলাটি অধিকৃত অঞ্চলগুলোর বৃহত্তম দুর্নীতির মামলাগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে এবং আগামী দিনে আরো লোককে গ্রেফতার করা হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : পার্সটুডে