অধিকৃত পশ্চিমতীরে আরো ২ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের

ইসরাইলি কর্তৃপক্ষ এই বছর পশ্চিমতীরে প্রায় ৩০ হাজার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ
ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ |সংগৃহীত

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বলেছেন, উচ্চতর পরিকল্পনা পরিষদ তার পরবর্তী অধিবেশনে অধিকৃত পশ্চিমতীরে এক হাজার ৯৭৩টি নতুন বসতি নির্মাণের অনুমোদন দিবে। তবে পরবর্তী অধিবেশন কবে হবে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।

অধিকৃত পূর্ব জেরুসালেমের দক্ষিণে গুশ এৎজিয়ন বসতিতে এক হাজার ৩০০টি বসতি স্থাপনের অনুমোদন দেয়ার ঠিক একদিন পরই এই ঘোষণা এলো।

স্মোট্রিচ বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ এই বছর পশ্চিমতীরে প্রায় ৩০ হাজার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। একে তার সরকারের জন্য একটি ‘অভূতপূর্ব অর্জন’ বলে বর্ণনা করেন তিনি।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, ‘পশ্চিমতীরের গভীরে ফিলিস্তিনি ভূমিকে লক্ষ্য করে ইহুদিকরণ ও বসতি সম্প্রসারণের নীতি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে।’

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের মতে, ২০২২ সালের শেষের দিকে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, ইসরাইল পশ্চিমতীরে প্রায় ৪৮ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। যা প্রতি বছর গড়ে প্রায় ১৭ হাজার ইউনিট।

গত ২০ আগস্ট ইসরাইলি সরকার ‘ই১’ বসতি পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মধ্যে মা'আলে আদুমিম বসতির কাছে প্রায় তিন হাজার ৪০০টি আবাসন ইউনিট নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসঙ্ঘ বরাবরই বলে আসছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। তারা সতর্ক করে বলেছে, এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দিবে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি