পূর্ব জেরুসালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দফতরে ইসরাইলি অভিযান

ইসরাইলি পুলিশ সোমবার পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে।

নয়া দিগন্ত অনলাইন
অধিকৃত পূর্ব জেরুসালেমে  ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ের বাইরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা
অধিকৃত পূর্ব জেরুসালেমে ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ের বাইরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা |সংগৃহীত

ইসরাইলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে। তারা কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে এবং জাতিসঙ্ঘের পতাকা নামিয়ে সেখানে ইসরাইলের পতাকা লাগিয়েছে।

সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছেন, গতকাল সোমবার ভোরে ইসরাইলি পুলিশ পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে শেখ জারাহ এলাকায় সংস্থার প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে।

তিনি আরো বলেন, ‘পুলিশ মোটরসাইকেল, ট্রাক ও ফর্কলিফ্ট নিয়ে আসে। এ সময় পুরো এলাকার যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। আসবাবপত্র, তথ্যপ্রযুক্তির সরঞ্জামসহ নানা জিনিসপত্র জব্দ করে তারা। জাতিসঙ্ঘের পতাকা নামিয়ে ইসরাইলি পতাকাও লাগানো হয়।’

চলতি বছরের শুরুতেই ইসরাইলি কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরে সংস্থাটির সব অফিস খালি ও কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয়। ফলে ভবনটি ব্যবহার করতে পারছে না ইউএনআরডব্লিউএ

লাজ্জারিনি বলেন, এ অভিযান কয়েক মাস ধরে চলা হয়রানির অংশ। এসব হয়রানির মধ্যে রয়েছে ২০২৪ সালে ইউএনআরডব্লিউএর কার্যালয়ে আগুন লাগানো, বিদ্বেষমূলক বিক্ষোভ, ভীতি প্রদর্শন, অপপ্রচার ও ইসরাইলি পার্লামেন্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সংক্রান্ত আইন পাস।

ইসরাইল দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দেশটির দক্ষিণাঞ্চলে হওয়া হামলায় ইউএনআরডব্লিউএর কিছু কর্মী যুক্ত ছিলেন। এ অভিযোগে ইসরাইলি কর্তৃপক্ষ সংস্থাটির সব কার্যক্রম নিষিদ্ধ করে। তবে ইউএনআরডব্লিউএ তাদের বিরুদ্ধে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে অক্টোবরে আন্তর্জাতিক বিচার আদালত জানায়,সংস্থাটির বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।

তবু ইসরাইলের অভিযোগের জেরে ইউএনআরডব্লিউএর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র তার অর্থায়ন স্থগিত করে দেয়। এতে গাজায় ইসরাইলের যুদ্ধের মধ্যে যখন ফিলিস্তিনিরা খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটের মুখোমুখি হয়েছে, তখন ইউএনআরডব্লিউএ গাজা ও অধিকৃত পশ্চিমতীর থেকে তাদের আন্তর্জাতিক কর্মীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে সাহায্য বিতরণ ভয়াবহভাবে সীমিত হয়ে পড়ে।

সূত্র : আল জাজিরা