পশ্চিমতীরে ইসরাইলি অভিযানের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ। বুধবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী জিহাদ নিন্দা জানিয়ে বলেছে, পশ্চিমতীরে ইসরাইল নতুন যে অভিযান শুরু করেছে, এটি ইসরাইলের দখলনীতির অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে তারা অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিমতীরের ভূমির মালিকানা অধিগ্রহণের সুযোগ করে দিচ্ছে।
নিন্দা জানিয়ে হামাস বলেছে, ইসরাইল নতুন যে অভিযান শুরু করেছে, এটি তারা পশ্চিমতীরের উপর পূর্ণ কর্তৃত্ব অর্জনের লক্ষ্যে শুরু করেছে। এটি তাদের ইসরাইলি রাষ্ট্র সম্প্রসারণের পরিকল্পনারই অংশ।
সূত্র : আল জাজিরা



