ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা’র ঐতিহাসিক বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আহমেদ আল-শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা গত বছর দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করেন। ১৯৪৬ সালে মধ্যপ্রাচ্যের দেশটির স্বাধীনতার পর থেকে হোয়াইট হাউসে আসা প্রথম সিরীয় নেতা তিনি। যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে ৪৩ বছর বয়সী শারার নাম বাদ দেওয়ার কয়েক দিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান।
প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই সফরের সময় সিরিয়া ঘোষণা করেছে যে তারা আইএসআইএসকে পরাজিত করার জন্য আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে। জোটের ৯০তম সদস্য হওয়া এবং আইএসআইএসের অবশিষ্টাংশ নির্মূল করতে এবং বিদেশী যোদ্ধাদের সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব করবে।’
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ দমন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরো জোরদার করার জন্য সিরিয়াকে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার সুযোগ দেয়া হবে।’
এদিকে ট্রাম্প বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়া যেন ‘অত্যন্ত সফল’ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে- সেটাই তার চাওয়া। তিনি বিশ্বাস করেন, শারা তা পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘তিনি একজন খুব শক্তিশালী নেতা। তিনি খুব কঠিন একটি স্থান থেকে এসেছেন, এবং তিনি নিজেও একজন সংগ্রামী ব্যক্তি।’
সূত্র : বাসস



