হাউছি প্রশাসনের ১২ জন মন্ত্রী নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২। তারা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর ধারণা, কেবল হাউছি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভিই নিহত হননি। বরং ওই সময় তার সাথে থাকা মন্ত্রীসভার ১২ জনই নিহত হয়েছে।
তবে তাদের এই ধারণার পক্ষে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সঠিক সংখ্যা নিরুপণের চেষ্টা করা হচ্ছে।
ইয়েমেনভিত্তিক গণমাধ্যম আল-জুমহুরিয়া হাউছি প্রধামন্ত্রীর নিহতের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া তার আরো কয়েকজন সঙ্গীর মৃত্যুর কথাও জানিয়েছে। তবে অন্য নিহতরা কারা, তাদের পরিচয় উল্লেখ করেনি।
ইসরাইলি হামলার পর থেকে এখন পর্যন্ত হাউছিদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্যই নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ব্রিটেনভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরাইলি হামলায় হাউছি প্রধানমন্ত্রী আল রাহাভি নিহত হয়েছেন। এ দিন ইসরাইলের বিমান বাহিনী ইয়েমেনের অন্তত ১০টি জায়গায় হামলা চালায়। ওসব হামলায়ও একাধিক হাউছি নেতা নিহত হয়।
সূত্র : টাইমস অফ ইসরাইল, স্কাই নিউজ