ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

সোমবার বিচার বিভাগ জানায়, চৌবি আসল ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করত এবং ইরানের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডাটাবেজে তার ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল। তবে তাকে কবে গ্রেফতার করা হয়েছিল, তা জানানো হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান |প্রতীকী ছবি

ইরান জানিয়েছে, তাদের চিরশত্রু ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগের অনলাইন পোর্টাল ‘মিজান’ জানায়, ইরানে জায়নিস্ট শাসনব্যবস্থার অন্যতম প্রধান গুপ্তচর বাহমান চৌবি আসলকে আজ সকালে ফাঁসি দেয়া হয়েছে।

গত জুনে ইসরাইল ইরানের সামরিক, সরকারি ও পরমাণু স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়। এ হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়।

ইরান পাল্টা আক্রমণ হিসেবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সঙ্ঘাত শেষ হওয়ার পর ইরানি কর্তৃপক্ষ ইসরাইলকে সহযোগিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজনকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার বিচার বিভাগ জানায়, চৌবি আসল ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করত এবং ইরানের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডাটাবেজে তার ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল। তবে তাকে কবে গ্রেফতার করা হয়েছিল, তা জানানো হয়নি।

গত জুনে ইসরাইলি বিমান হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীসহ শত শত মানুষ নিহত হন। তাদের মধ্যে সাধারণ নাগরিকও ছিলেন।

গত ৯ আগস্ট ইরানি বিচার বিভাগ জানায়, ইসরাইলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে আটক ২০ জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কয়েক দিন আগে রুজবেহ ভাদি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঙ্ঘাত চলাকালে এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরাইলকে সরবরাহ করেন।