পশ্চিমতীরে শতাধিক ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিলো ইসরাইল

পশ্চিমতীরে শতাধিক ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিস্তিনি বসতি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল
ফিলিস্তিনি বসতি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল |আনাদোলু এজেন্সি

পশ্চিমতীরে শতাধিক ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার (৩ ডিসেম্বর) প্রাচীর ও বসতি প্রতিরোধ কমিশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিশন জানিয়েছে, পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় ৭৬টি স্থাপনা গুঁড়িয়ে গেছে। আরো ৫১টি স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তারা আরো জানিয়েছে, পশ্চিমতীরের বিভিন্ন অঞ্চলে দখল কর্মসূচি অব্যাহত রেখেছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় নতুন করে তারা পশ্চিমতীরে ২৮০০ দুনাম ভূমি দখল করে নিয়েছে।

সূত্র : আল জাজিরা