ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ৭২ ঘণ্টার মধ্যে সেখানে আটক ইসরাইলি পণবন্দীদের হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
মধ্যস্থতাকারীরা চুক্তিটি ঘোষণা করার প্রায় ২৪ ঘণ্টা পর, শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরাইলি মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের হস্তান্তর এবং গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা থেকে ইসরাইলি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করার কথা বলা হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘সরকার এইমাত্র জীবিত ও নিহত সব পণবন্দীকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে।’
চুক্তি ঘোষণার পর ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। গাজায় দুই বছরের যুদ্ধের অবসানের জন্য একে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। ইসরাইলের যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস প্রধান খলিল আল-হায়্যা বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পেয়েছেন।
এদিকে ইসরাইলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, সরকার চুক্তি অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। গাজায় আটক ইসরাইলি পণবন্দীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়া হবে।
চুক্তিটি কার্যকর হলে, খাদ্য ও চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ করবে। দুই বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। তারা বিভিন্ন শরণার্থীশিবিরের তাঁবুতে বসবাস করছেন।
সূত্র : রয়টার্স