যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশে বিলম্বের জন্য একে অপরকে দোষারোপ করছে হামাস ও ইসরাইল। সোমবার (১৫ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশে বিলম্বের জন্য পরস্পরকে দোষারোপ করছে ইসরাইল ও হামাস। রোববার গাজায় হামলা করে ইসরাইল প্রতিরোধ আন্দোলনের এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার পর হামাস এই অভিযোগ করে। এদিকে, ইসরাইল অভিযোগ করছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরাইলের অবশিষ্ট বন্দীদের হস্তান্তর করতে অস্বীকার করছে।
সূত্র : আল জাজিরা



