সিরিয়ার পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে শুক্রবার (২২ আগস্ট) আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। আত্মঘাতী ওই বোমা হামলার জন্য ইসলামিক স্টেট গ্রুপকে (আইএস) দায়ী করা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন সম্ভাব্য হামলাকারী নিহত হয়েছে।
সানা জানিয়েছে, ‘পূর্ব দেইর এজ্জোর প্রদেশের সিয়াসিয়েহ চেকপয়েন্টে সন্ত্রাসী সংগঠন দায়েশের একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে।’ আইএস-এর আরবি সংক্ষিপ্ত রূপ হলো দায়েশ।
বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, চেকপয়েন্টে থাকা বাহিনী একজন হামলাকারীকে হত্যা করেছে। কিন্তু দ্বিতীয়জন নিজের শরীরে বাঁধা বিস্ফোরক নিজেই বিস্ফোরণ ঘটায়। আত্মঘাতী ওই হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য শহীদ হয়েছে বলেও জানায় সানা।
আইএস ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ দখল করে নেয় এবং ২০১৯ সালে সিরিয়ায় আঞ্চলিকভাবে পরাজিত হয়। কিন্তু এরপর থেকে তারা প্রত্যন্ত অঞ্চলে স্লিপার সেল (গুপ্ত সংগঠন) সক্রিয় রেখেছে ও মাঝে মাঝে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
সূত্র : বাসস