ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সাথে তুরস্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরাইলের বিমানের জন্য দেশটি তার আকাশসীমাও বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) গাজা নিয়ে তুরস্কের পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন, ‘বিশ্বের সামনেই মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে।’
এর আগে, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় অবিলম্বে মানবিক সাহায্য প্রবেশের দাবিতে গত বছরের মে মাসে ইসরাইলের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। ২০২৩ সালে দেশ দুটির মধ্যে ৭০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল।
গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরাইলের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একে গণহত্যা বলে অভিহিত করেছেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সাথেও তুলনা করেছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইসরাইলের সাথে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরাইলের বন্দরে যেতে দিই না। আমরা তাদের বিমানগুলোকেও আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিই না।’
আল জাজিরা বলছে, গত কয়েক বছর ধরেই তুরস্ক-ইসরাইল সম্পর্কে উত্তেজনা বাড়ছে। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের প্রতি এই নিন্দা জানিয়েছেন।
শুধুমাত্র গাজার মানবিক সংকটের জন্যে এই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে না। ইসরাইলের সম্প্রসারণবাদ ও মধ্যপ্রাচ্যজুড়ে তাদের আক্রমণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কও ধীরে ধীরে ইসরাইলকে তাদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখতে শুরু করেছে।
বিশেষ করে সিরিয়ায় ইসরাইলের সাম্প্রতিক হামলা নিয়ে আঙ্কারার অভিযোগ, তারা ইচ্ছাকৃতভাবে সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করছে।
সূত্র : আল জাজিরা