তেহরান-ওয়াশিংটন আলোচনার জল্পনা-কল্পনা বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরব কেনো

ইরানের অনেক বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী পূর্ব আলোচনাকে কেন্দ্র করে তিক্ত অভিজ্ঞতার আলোকে অর্থহীন কোনো প্রক্রিয়া পুনরাবৃত্তি না করার বিষয় পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

সৈয়দ মূসা রেজা
খামেনি-ট্রাম্প
খামেনি-ট্রাম্প |সংগৃহীত

নরওয়ের রাজধানী অসলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সম্ভাব্য বৈঠকের বিষয়ে পশ্চিমা সূত্রগুলো একাধিকবার খবর প্রকাশ করেছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এসব জল্পনা-কল্পনার বিষয়ে কোনো মন্তব্যেই করেনি।

ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন ইরানের বার্তা সংস্থা ফার্সের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলেছে, পশ্চিমা সূত্রগুলো একাধিকবার জানিয়েছে যে নরওয়ের রাজধানী অসলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা হতে পারে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এসব জল্পনা-কল্পনার বিষয়ে কোনো প্রতিক্রিয়ই জানায়নি।

এই নীরবতা এমন এক সময়ে দেখা দিচ্ছে, যখন ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। আমেরিকার সাথে নতুন কোনো আলোচনার বিষয় দেশটির বেশিরভাগ মহল স্পষ্টভাবে বিরোধিতা করছে। ইরানের অনেক বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী পূর্ব আলোচনাকে কেন্দ্র করে তিক্ত অভিজ্ঞতার আলোকে অর্থহীন কোনো প্রক্রিয়া পুনরাবৃত্তি না করার বিষয় পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

পশ্চিমা গণমাধ্যমের জল্পনা-কল্পনার মুখে ইরানের কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতার অভাব সম্ভাব্য আলোচনার বিষয়ে তেহরান সরকারের অবস্থান নিয়ে সন্দেহের ধোঁয়াশা সৃষ্টি করেছে।