গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান

আরাগচি বলেন, তিনি বা ইরানের প্রেসিডেন্ট কেউই ইরানি জনগণের ওপর আক্রমণকারী এবং তাদের ওপর হুমকি ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখার মতো প্রতিপক্ষদের সাথে জড়িত হবেন না।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটি মিসরে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি সম্মেলনে অংশ নেবে না। কারণ তারা এমন পক্ষের সাথে বৈঠকে বসতে চায় না যারা তাদের জনগণের ওপর আক্রমণ চালায়।

সোমবার (১৩ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আরাগচি বলেছেন, মিসরের শারম আল-শেখের শীর্ষ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি বা ইরানের প্রেসিডেন্ট কেউই ‘ইরানি জনগণের ওপর আক্রমণকারী এবং আমাদের হুমকি ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখার মতো প্রতিপক্ষদের সাথে জড়িত হবেন না’।

চলতি বছরের জুন মাসে, ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে আক্রমণ করে ইসরাইল। ইরানও ইসরাইলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

গাজা যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে আরাগচি বলেন, ‘গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে এবং দখলদার বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করার যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় ইরান।’

তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে শান্তির জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং এখনো তাই আছে।’