রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বার্ষিক রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) নিজেরা রক্ত দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মসজিদুল হারামের দুই ইমাম শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও শায়খ বান্দার বালিলাহ। এ সময় উভয়েই সকলকে রক্তদানে উৎসাহিত করেছেন।
সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, এ কর্মসূচির মূল লক্ষ্য সৌদির জাতীয় রক্তব্যাংকের মজুদ শক্তিশালী করা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
এ সময় প্রাণ বাঁচানো ও সমাজসেবার মতো ইসলামের মূলনীতির সাথে এ উদ্যোগেরও সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস এবং মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ।
রক্তদানে উৎসাহিত করতে সৌদি জুড়ে স্বেচ্ছায় রক্তদানের প্রচার বাড়াতে এ কর্মসূচি, পাশাপাশি তাতে কাবা শরীফের ইমামদের মতো ব্যক্তিদের উপস্থিতি ধর্মীয়, সামাজিক ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
ক্রাউন প্রিন্সের এ কর্মসূচিতে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবের প্রধান শহরগুলোতে মোবাইল রক্তদানের ইউনিট মোতায়েন করা হয়েছে। ভিশন-২০৩০ এর আওতায় জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই এই আয়োজন।