পশ্চিমতীরে কানাডার মন্ত্রীদের প্রবেশে বাধা দিলো ইসরাইল

কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ইসরাইলের কর্তৃপক্ষকে আগেই এই সফর সম্পর্কে জানিয়েছিল। বিভিন্ন ত্রাণ সংস্থা, ফিলিস্তিনি ও ইহুদি সুশীল সমাজের নেতাদের সাথে বৈঠকের কথা ছিল তাদের।

নয়া দিগন্ত অনলাইন

জর্ডান থেকে অধিকৃত পশ্চিমতীরে প্রবেশের সময় কানাডার পার্লামেন্টের ছয় সদস্যকে বাধা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইসরাইল অভিযোগ করে বলেছে, প্রতিনিধি দলটি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ পৃষ্ঠপোষকতায় এই সফর করছেন।

কানাডার বামপন্থী দল নিউ ডেমোক্রেটিক পার্টির বিরোধী দলীয় মন্ত্রী জেনি কোয়ান বলেছেন, ইসরাইলি সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টির সংসদ সদস্য ইকরা খালিদকে কয়েকবার ধাক্কা দিয়েছেন।

সংসদ সদস্যদের এই সফরের আয়োজক ছিল কানাডিয়ান-মুসলিম ভোট নামের একটি দাতব্য সংস্থা।

কানাডায় নিযুক্ত ইসরাইলি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, দাতব্য সংস্থাটি ‘ইসলামিক রিলিফ কানাডা‘ থেকে তহবিল পায়। এই প্রতিষ্ঠানটি ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড (আইআরডব্লিউ)-এর একটি সহযোগী শাখা, যাকে ইসরাইল সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

তবে আইআরডব্লিউ দীর্ঘদিন ধরে ইসরাইলের দেয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, হামাসের সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই।

জেনি কোয়ান জানান, কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ইসরাইলের কর্তৃপক্ষকে আগেই এই সফর সম্পর্কে জানিয়েছিল। বিভিন্ন ত্রাণ সংস্থা, ফিলিস্তিনি ও ইহুদি সুশীল সমাজের নেতাদের সাথে বৈঠকের কথা ছিল তাদের। এমনকি পশ্চিমতীরে প্রবেশের জন্য প্রাথমিক সফর অনুমোদনও দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার অ্যালেনবি ব্রিজ সীমান্ত পার হওয়ার সময় পুরো প্রতিনিধি দলকেই সেখানে বাধা দেয়া হয়।

কোয়ান বলেন, কানাডা ছাড়ার আগেই তিনি এমন বাধার আশঙ্কা করেছিলেন। কারণ গত সেপ্টেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি আরো বলেন, এই সফর অনুমোদিত হওয়ার পর তিনি শঙ্কা ঝেড়ে ফেললেও, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। বর্তমানে প্রতিনিধি দলটি জর্ডানের রাজধানী আম্মানে ফিরে গেছে।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কানাডার নাগরিকদের সাথে এ ধরনের অসদাচরণের বিষয়ে অটোয়া তীব্র আপত্তি জানিয়েছে ইসরাইলের কাছে।

সূত্র: এএফপি