স্বাধীনতার পথ থেকে সরে না দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসাথে গাজার শহীদদের রক্ত স্বাধীনতার পথকে সুগম করবে বলেও মন্তব্য করে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গাজা যুদ্ধ বন্ধে নতুন প্রস্তবনা দেয়ার পর এক বিবৃতিতে এমন মন্তব্য করে দলটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামাস বলেছে, ‘শহীদদের আত্মদান দখলদারদের দমন ও ফিলিস্তিনিদের মুক্তির পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।’
এ সময় গাজাবাসী কখনোই দখলদারদের অন্যায়-অনাচারের সামনে মুখ বুজে থাকবে না বলেও হুঁশিয়ার দেয়া হয়।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, জায়নিস্টদের অপরাধযজ্ঞ যত কঠিনই হোক না কেন, আমাদের জনতার ইচ্ছা ও ধৈর্য অটল-অবিচল থাকবে।
হামাসের ক্রমবর্ধমান তৎপরতা একটি স্পষ্ট বার্তা যে আমরা কখনোই হাত গুটিয়ে বসে থাকবো না। বরং দখলদারদের এই দম্ভ তাদের উপরই এক সময় আপদ হয়ে নেমে আসবে।
সূত্র : আল জাজিরা