রাশিয়া-ইউক্রেনের মাঝে বাফার জোনের প্রস্তাব, প্রত্যাখ্যান জেলেনস্কির

যারা বাফার জোন নির্মাণের প্রস্তাব করছেন, তাদের আসলে প্রযুক্তি ও ড্রোন যুদ্ধ সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই। যদি তারা এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখতেন, তাহলে বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তাব করতেন না।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |ইয়েনি শাফাক

রাশিয়া ও ইউক্রেনের মাঝে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৩০ আগস্ট) কিয়েভের স্থানীয় গণমাধ্যম সূত্রে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের কিছু নেতৃবৃন্দ ইউক্রেন ও রাশিয়ার মাঝে একটি বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। এর বিনিময়ে তারা যুদ্ধবিরতি কিংবা অন্তত পক্ষে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি প্রস্তাব করতে চায়। তবে তাদের এই প্রস্তাবকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি বলেন, যারা বাফার জোন নির্মাণের প্রস্তাব করছেন, তাদের আসলে প্রযুক্তি ও ড্রোন যুদ্ধ সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই। যদি তারা এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখতেন, তাহলে বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তাব করতেন না। এটি এমন একটি বাস্তবতা-বিবর্জিত প্রস্তাব; যার বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আরো বলেন, বাফার জোন প্রতিষ্ঠা করার অর্থ হলো ইউক্রেনের ক্ষতি হওয়া- তাকে নিজ ভূমির একটি অংশ ছেড়ে দিতে হবে।

জেলেনস্কি বলেন, রাশিয়া মূলত সংলাপ কিংবা কূটনৈতিক আলোচনা করতে প্রস্তুত নয়। তারা মূলত সময় ক্ষেপন করছে এবং যুদ্ধের সমাপ্তিকে দেরি করছে।

এদিকে, কয়েকজন ইউরোপীয় নেতা প্রস্তাব করেছেন যে রাশিয়া ও ইউক্রেন থেকে ৪০ কিলোমিটর করে জায়গা নিয়ে একটি ভূখণ্ডের করা হোক। যেন এর মাধ্যমে যুদ্ধ বন্ধ করা যায় অথবা অন্তত দীর্ঘমেয়াদি একটি শান্তি চুক্তি করা যায়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। এরপর তারা যুদ্ধ বন্ধের জন্য শর্তারোপ করে- কিয়েভকে ন্যাটোর সদস্যপদ গ্রহণের ইচ্ছা ত্যাগ করতে হবে।

সূত্র : ইয়েনি শাফাক