যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তসহ ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে সম্মত ইসরাইল

১০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তসহ ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
১০০ ফিলিস্তিনি বন্দীকে পশ্চিমতীরে ছেড়ে দেয়া হবে
১০০ ফিলিস্তিনি বন্দীকে পশ্চিমতীরে ছেড়ে দেয়া হবে |আল জাজিরা

১০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তসহ ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরাইল। শুক্রবার (১০ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামাসের সাথে করা ইসরাইলের বন্দীবিনিময় চুক্তির অধীনে আরো ১০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তেল আবিব। এদিকে, ইসরাইলি রেডিও আমি জানিয়েছে, ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ২৫০ জনের নাম রয়েছে।

কয়েকটি সূত্র আল জাজিরাকে বলেছে, ফাতাহ নেতা মারওয়ান বারগুছিসহ আল কাসসাম ব্রিগেডের কিছু সিনিয়র নেতাকে মুক্তি দিতে এখনো রাজি নয় ইসরাইল। অথচ মুক্তিপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ প্রায় শেষের দিকে।

উল্লেখ্য, চলমান যুদ্ধে ৬৭ হাজার ১৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮৯০ জন। এছাড়া আরো হাজার হাজার ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছে। এদিকে, এই যুদ্ধে ইসরাইলের ১১৩৯ জন নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা