ট্রাম্পের ‘বোর্ড অব পিস‘ কি জাতিসঙ্ঘের বিকল্প হিসেবে কাজ করবে?

বোর্ড ‘বিশ্বব্যাপী সঙ্ঘাত সমাধানে একটি সাহসী নতুন পদ্ধতি গ্রহণ করবে।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

বোর্ড অব পিসে যোগদানের জন্য বিশ্ব নেতাদের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি বলেছেন, বোর্ড ‘বিশ্বব্যাপী সঙ্ঘাত সমাধানে একটি সাহসী নতুন পদ্ধতি গ্রহণ করবে।‘

একে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে দুর্বল করে দেয়ার শঙ্কা হিসেবে দেখা হচ্ছে, যা বর্তমানে শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, সনদটি ‘আরো দ্রুত ও কার্যকর আন্তর্জাতিক শান্তি-নির্মাণ সংস্থার‘ প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে করা হয়েছে, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য ‘যেসব প্রতিষ্ঠান প্রায়ই ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকে সরে যাওয়ার সাহস‘ প্রয়োজন।

বোর্ড সম্পর্কে বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘এই মাইলফলকটি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮০৩ এর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।‘

কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছে, এই সনদ ‘গাজার একমাত্র কাঠামোর বাইরে।‘ তিনি আরো বলেন, ‘এটি বড় ধরনের প্রশ্ন উত্থাপন করে, বিশেষ করে জাতিসঙ্ঘের নীতি ও কাঠামোর প্রতি শ্রদ্ধা সম্পর্কে, যা কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।‘

এদিকে, কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্টের খালেদ এলগিন্ডি রয়টার্সকে বলেছেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এমন ধারণা আসছে যে তারা শান্তি বোর্ডের পরিধি আরো বিস্তৃত করতে এবং এমনকি বর্তমান জাতিসঙ্ঘ ব্যবস্থা প্রতিস্থাপনের কথাও বলতে চায়।

‘সুতরাং এটা স্পষ্ট যে গাজা দিয়ে শুরু হতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে এটি বোর্ডের শেষ নয়।‘

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই জাতিসঙ্ঘে মার্কিন তহবিল কমিয়ে দিচ্ছে। মার্কিন ভেটোর কারণে গাজা যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদ পদক্ষেপ নিতে পারছে না।

এই বছরের ৭ জানুয়ারি ট্রাম্প একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন, যেখানে ‘মার্কিন জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে‘ এমন ৩১টি জাতিসঙ্ঘ সত্তা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা হয়, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতিসঙ্ঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং জাতিসঙ্ঘ ডেমোক্রেসি ফান্ড।

সূত্র : বিবিসি