নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিলেন বেন গাভির

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির।

নয়া দিগন্ত অনলাইন
বেন গাভির
বেন গাভির |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির। বুধবার (২৯ অক্টোবর) ব্রিটেনভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেন গাভির সতর্ক বলেন, সরকার যদি গাজায় পুনরায় যুদ্ধ শুরু না করে, তাহলে তার সরকার টিকে থাকাটা কঠিন হয়ে যাবে।

তিনি আরো বলেন, যুদ্ধ চলাকালীন সময়েই হামাস আমাদের যোদ্ধাদের হত্যা করে। অথচ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে আবারো যুদ্ধবিরতির দিকে ফিরে যাচ্ছে। এদিকে, গাজায় ত্রাণের বহর প্রবেশের সুযোগও দিচ্ছে।

তিনি গাজা যুদ্ধের লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার যখন হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করে সাময়িক বিজয়ে আনন্দিত হয়, তাহলে কখনোই এই সরকার টিকবে না।

উল্লেখ্য, ইসরাইলি বাহিনী দাবি করেছে যে হামাস যোদ্ধারা এক ইসরাইলি সেনাকে হত্যা করেছে। তবে হামাস স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘনমূলক কোনো কাজ করেনি। এ সময় তারা মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

সূত্র : স্কাই নিউজ