তুরস্কে দাবানলের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেফতার ১০

২৬ জুন থেকে শুরু হওয়া ৬৫টি দাবানলের মধ্যে কয়েকটি ঘটেছে বন এলাকার কাছে ওয়েল্ডিং ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং বাগানের বর্জ্য পোড়ানোর কারণে। এ বিষয়ে ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের ইজমির প্রদেশের আলাকাতির কাছে একটি দাবানল জ্বলছে
তুরস্কের ইজমির প্রদেশের আলাকাতির কাছে একটি দাবানল জ্বলছে |সংগৃহীত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া শুক্রবার জানিয়েছেন, গত সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় জড়িত সন্দেহে ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তুরস্কের কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিম উপকূলীয় প্রদেশ ইজমির। এতে প্রাণ হারিয়েছেন দুইজন। বিমান ও হেলিকপ্টারের সাহায্যে অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উচ্চ তাপমাত্রা, তীব্র বাতাস এবং কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া ৬৫টি দাবানলের মধ্যে কয়েকটি ঘটেছে বন এলাকার কাছে ওয়েল্ডিং ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং বাগানের বর্জ্য পোড়ানোর কারণে। এ বিষয়ে ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন ইয়েরলিকায়া।

বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেছেন, শুক্রবার যে দশটি দাবানলের বিরুদ্ধে লড়াই করা দলগুলি লড়াই করছিল তার মধ্যে নয়টিই মূলত নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতায় প্রদেশে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা রাতভর অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র : রয়টার্স