গাজায় ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার প্রচণ্ড শীতের মধ্যে কম সুরক্ষিত তাঁবুতে আশ্রয় নিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিস্তিনি শিশুরা
ফিলিস্তিনি শিশুরা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার (১৩ ডিসেম্বর) জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার প্রচণ্ড শীতের মধ্যে কম সুরক্ষিত তাঁবুতে আশ্রয় নিয়েছে।

টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, গাজায় অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং জনাকীর্ণ জীবনযাত্রার কারণে ইনফ্লুয়েঞ্জাসহ তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, সেইসাথে হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, গাজায় ল্যাবরেটরি রিএজেন্ট ও ডায়াগনস্টিক সরঞ্জাম সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো বাধার সম্মুখীন হচ্ছে। তিনি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণগুলো প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, উপত্যকাটিতে রোগের প্রাদুর্ভাবের সম্মুখীন ব্যক্তিদের সময়মত শনাক্তকরণ ও চিকিৎসার জন্য এসব সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের হামলা অব্যাহত হয়েছে।

১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে কমপক্ষে ৩৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ১৮ জন আহত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি