হামাসের প্রতিক্রিয়াকে নেতিবাচকভাবে নেয়ায় নেতানিয়াহুকে তুলোধুনো ট্রাম্পের

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়াকে নেতিবাচকভাবে নেয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
নেতানিয়াহু-ট্রাম্প
নেতানিয়াহু-ট্রাম্প |আল জাজিরা

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়াকে নেতিবাচকভাবে নেয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৫ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনায় বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাতে সন্তুষ্টি ব্যক্ত করে ইসরাইলকে গাজায় হামলা থামানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু হামাসের ওই প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবে নেননি নেতানিয়াহু। তিনি এটিকে মার্কিন পরিকল্পনার আংশিক বর্জন হিসেবে আখ্যা দিয়েছেন। এতে বিরক্ত হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্রটি আরো জানিয়েছে, এরপর শুক্রবার নেতানিয়াহুর সাথে ফোনে যোগাযোগ করেন ট্রাম্প। এ সময় কথার একপর্যায়ে তিনি নেতানিয়াহুর প্রতি রাগান্বিত হয়ে যান। তখন ধমক দিয়ে বলেন, তোমার উপর গজব পড়ুক। এভাবে সবকিছু নেতিবাচকভাবে ভাবো কেন? এটি একটি সুন্দর প্রস্তাবনা- গ্রহণ করে নাও।

‘এর থেকে বুঝা যায় যে গাজায় হামলা থামাতে ট্রাম্প বদ্ধ পরিকর। যদিও নেতানিয়াহু এতে অনাগ্রহ দেখাচ্ছেন।’

উল্লেখ্য, হামাসের জবাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ট্রাম্প। কারণ, হামাস ঘোষণা করেছে যে তারা সকল বন্দীদের মুক্তি দিতে রাজি। তবে সেজন্য ইসরাইলকে গাজা থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়া আরো কিছু বিষয়ে সংলাপের আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা