ফিলিস্তিনের পশ্চিমতীরে রাস্তার পাশে নামাজরত ফিলিস্তিনির উপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ইসরাইল সৈন্য। বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
ফিলিস্তিনি টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি ‘অফ-রোড’ গাড়ি চালাচ্ছেন। সেই সময় রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর গাড়িটি তুলে দেয়া হয়। হামলার পর আহত ব্যক্তি নিজেই হাসপাতালে যান। চিকিৎসকদের মতে, তিনি গুরুতরভাবে আহত হননি এবং বর্তমানে বাড়িতে রয়েছেন।
এই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সৈন্য। ঘটনার প্রেক্ষিতে তাকে সামরিক দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তার অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের দাবি, ওই সৈন্যকে আপাতত গৃহবন্দী করে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে ইসরাইলি পুলিশ রয়টার্সকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বেসামরিক ও সামরিক হামলার সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বহুগুণ বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মধ্যে এই অঞ্চলে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ফের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তাল আন্তর্জাতিক মহল।
সূত্র : রয়টার্স ও অন্যান্য



