জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে

জর্ডান বৃহস্পতিবার রাশিয়াকে তার নাগরিকদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ বন্ধ করতে বলেছে।

নয়া দিগন্ত অনলাইন
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে |বাসস

জর্ডান বৃহস্পতিবার রাশিয়াকে তার নাগরিকদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ বন্ধ করতে বলেছে। দেশটির দুই নাগরিক মস্কোর পক্ষে লড়াই করার সময় নিহত হওয়ার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিয়োগকে ‘জর্ডানিয়ান আইন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। এই নিয়োগ দেশটির ‘নাগরিকদের গুরুতর বিপদে ফেলছে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি জর্ডানবাসীদের ‘রাশিয়ান সেনাবাহিনীতে তাদের নিয়োগের যেকোনো প্রচেষ্টা সম্পর্কে জানাতে আহ্বান জানিয়েছেন এবং এতে আইনি ঝুঁকি ও মৃত্যুর ঝুঁকি, উভয় সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় রুশ কর্তৃপক্ষকে জর্ডানিদের নিয়োগ বন্ধ করতে এবং ইতোমধ্যে তালিকাভুক্ত যেকোনো জর্ডানের নাগরিকের চাকরি বাতিল করার জন্য অনুরোধ করেছে।’

ফুয়াদ আল-মাজালি বলেন, মন্ত্রণালয় অনলাইন নিয়োগ প্রচেষ্টার কথাও জানে।

জর্ডানিয়ানদের জন্য বিদেশের সশস্ত্র বাহিনীতে যোগদান করা অবৈধ। অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, কতজন জর্ডানিয়ান নিয়োগ পেয়েছে তা অজানা।

তবে অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, জর্ডানের কয়েক শ’ নাগরিক রাশিয়ায় বাস করে এবং ২০ হাজারেরও বেশি নাগরিক সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে পড়াশোনা করেছে।

সূত্র : এএফপি/বাসস