৩ বছরে ইসরাইল ছাড়ল ২ লাখ জায়নবাদী

ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে হতাশা ও অর্থনৈতিক সঙ্কটের কারণে শত শত নয়, বরং লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইল ত্যাগ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইয়ার লাপিদ
ইয়ার লাপিদ |সংগৃহীত

ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে হতাশা ও অর্থনৈতিক সঙ্কটের কারণে শত শত নয়, বরং লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইল ত্যাগ করেছে।

তিনি আরো বলেছেন, গত তিন বছরে হতাশা বৃদ্ধি ও জীবনমান কমে যাওয়ার কারণে প্রায় ২ লাখ জায়নবাদী বসতি স্থাপনকারী ইসরাইল থেকে ভূখণ্ড ছেড়ে গেছে। এটাকে তিনি অভূতপূর্ব বলে বর্ণনা করেন।

লাপিদ বলেন- ইসরাইলের বর্তমান জীবনযাত্রার অবস্থা তিন বছর আগের তুলনায় এমনকি ২০২৩ সালের ৭ অক্টোবরের আগের সময়ের তুলনায়ও অনেক খারাপ হয়েছে। ইহুদিবাদীরা বর্তমানে জীবনযাত্রার ব্যয়, শিক্ষা এবং ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি।

তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর নীতির ফলে একটি পুরো প্রজন্ম ধ্বংসের মুখে পড়েছে। তিনি জানান- অপ্রয়োজনীয় খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট ব্যয় করা হচ্ছে। অথচ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সঙ্কট সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়েছে।

এর আগে ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর জানিয়েছিল- গাজা যুদ্ধের পর অধিকৃত ভূখণ্ড থেকে মেধাপাচার ব্যাপকভাবে বেড়ে গেছে। দেশ ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষিত ব্যক্তির সংখ্যা নতুন আসা ব্যক্তিদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিকে বৈজ্ঞানিক ও গবেষণামূলক ভবিষ্যতের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনের প্রযুক্তি খাতের কর্মীদের দেশত্যাগও ক্রমেই বাড়ছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ইসরাইলি কর্মীদের মধ্যে বিদেশে বদলি ও চাকরির জন্য আবেদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র : পার্সটুডে