সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। ভিসা ইস্যু করার দিন থেকে এক মাস গণণা কার হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
তবে হজযাত্রীদের ক্ষেত্রে সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই তিন মাস থাকবে। এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
জুনের শুরুতে নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে বিদেশী তীর্থযাত্রীদের জন্য জারি করা ওমরাহ ভিসার সংখ্যা চার মিলিয়ন ছাড়িয়েছে। চলতি বছরের ওমরাহ মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বিদেশী তীর্থযাত্রীর সংখ্যা রেকর্ড গড়েছে।
এই বিষয়ে মন্ত্রণালয় ওমরাহ ভিসা বিধিমালায় কিছু সংশোধন করেছে। সংশোধিত বিধিমালা অনুসারে, সৌদি আরবে প্রবেশের জন্য নিবন্ধন না করলে ইস্যুর তারিখ থেকে ৩০ দিন পরে ওমরাহ ভিসা বাতিল করা হবে। সূত্র জানিয়েছে, নতুন বিধিমালা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, গ্রীষ্মের শেষে এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পরে ওমরাহ যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এজন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো পবিত্র শহর দুটিতে অতিরিক্ত ভিড় রোধ করা।
সূত্র : সৌদি গ্যাজেট



