ফিলিস্তিনের গাজা সিটিতে লাগাতার বিমান হামলা ও সেনা অভিযানের কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জেরুসালেমের বাসস্ট্যান্ডে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু জানিয়েছেন, ইসরাইলের সেনা গাজা শহরে ঢোকার জন্য প্রস্তুত। যেকোনো সময় তারা সেখানে ঢুকে আক্রমণ চালাতে পারে। পাশাপাশি বিমানবাহিনীও লাগাতার বিমান হামলা চালাচ্ছে।
এমন পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন, সবাই যেন শহর ছেড়ে দক্ষিণ গাজায় আশ্রয় নেন।
এদিকে সোমবার জেরুসালেমের বাসস্ট্যান্ডে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দুই বন্দুকধারীকে পুলিশ ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে।
এই ঘটনার পর পূর্ব জেরুসালেম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোলাগুলির ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে বলে দাবি করা হয়েছে।