জাতিসঙ্ঘের প্রতিবেদন

গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে

গাজায় কমপক্ষে ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি ও গাজা সিটির ৯২ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। গাজা পুনর্গঠনে কী কী দরকার তার চাহিদা মূল্যায়ন করছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিবিসি এ তথ্য জানিয়েছে।

জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন। সংস্থাটি অনুমান করছে, সেখানে কমপক্ষে ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন।

ইউএনডিপি জানিয়েছে, তারা কিছু ধ্বংসস্তূপ অপসারণ শুরু করেছে। কিন্তু অবিস্ফোরিত বোমা সেই কাজকে ব্যাহত করছে।

এছাড়াও সেখানে নিয়মিতভাবে লাশ পাওয়া যাচ্ছে। সেগুলো শনাক্ত ও সমাহিত করা প্রয়োজন বলেও জানিয়েছে তারা।

জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংক পরিচালিত পুনর্গঠন ব্যয়ের একটি অনুমান অনুসারে, গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।