মিসর সীমান্ত ঘেঁষা রাফা ক্রসিং সোমবার খুলবে বলে জানিয়েছে মিসরে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাস। শনিবার (১৮ অক্টোবর) ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের অনেকেই এখন মিসরে অবস্থান করছেন। তাদের মধ্যে যারা গাজায় ফিরে যেতে চায়, তারা রাফা ক্রসিং হয়ে ফিরতে পারবেন। আর সোমবার থেকে এই ক্রসিং চালু করা হবে।
সূত্রটি আরো জানিয়েছে, যারা গাজায় ফিরে যেতে চান, দূতাবাস তাদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।
গণমাধ্যমটির তথ্য মতে, দূতাবাস নাগরিকদের সাথে যোগাযোগ করবে। একইসাথে যাওয়ার সময় ও কোথায় প্রস্তুত থাকতে হবে, বিষয়গুলো নিশ্চিত করবে।
সূত্র : আল জাজিরা



