গাজায় ইসরাইলি দোসর ইয়াসের আবু শাবাব নিহত

গত জুন মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আবু শাবাবের দলকে সহযোগিতা করার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন।

নয়া দিগন্ত অনলাইন
পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু শাবাব
পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু শাবাব |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরাইল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরাইলের পক্ষে কাজ করছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আবু শাবাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পপুলার ফ্রন্ট।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করার সময় আবু শাবাব গুলিবিদ্ধ হন। তিনি গাজায় হামাস সদস্যদের হাতে নিহত হয়েছেন এমন খবর অস্বীকার করেছে তারা।

এদিকে হামাস আবু শাবাবের মৃত্যুকে ‘জনগণ ও দেশের সাথে বিশ্বাসঘাতকতাকারীর অনিবার্য পরিণতি’ বলে অভিহিত করেছে। হামাস বলেছে, আবু শাবাব ও তার দল ইসরাইলি বাহিনীর সাথে সমন্বয় করে যে অপরাধমূলক কাজ করেছে তা তার ‘জাতীয় ও সামাজিক পরিচয় থেকে স্পষ্ট বিচ্যুতি সৃষ্টি করেছে’।

আবু শাবাব এবং ‘নিজ জনগণের উপর হামলা চালানো বা (ইসরাইলি) দখলদারিত্বের সাথে সহযোগিতা করার সাথে জড়িত সবার বিরুদ্ধে ফিলিস্তিনিদের দৃঢ় অবস্থানের প্রশংসা’ করেছে হামাস।

গত জুন মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আবু শাবাবের দলকে সহযোগিতা করার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন। এর আগে, এক সাবেক ইসরাইলি মন্ত্রী জানিয়েছিলেন, ইসরাইল তাদের কাছে অস্ত্র হস্তান্তর করেছে।

গাজা সরকারের মিডিয়া অফিস বরাবরই ‘ইসরাইল-সমর্থিত সশস্ত্র দলগুলোকে’ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশকারী মানবিক সাহায্য লুট করার অভিযোগ করে আসছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি