ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনো ২০ হাজার যোদ্ধা আছে বলে দাবি করেছেন ইসরাইলি এক কর্মকর্তা। তিনি আরো বলেছেন, পশ্চিমতীরে এখনো যে পরিমাণ অস্ত্রের মজুদ আছে, তা আমাদের ধারণার বাইরে।
মার্কিন গণমাধ্যম আটলান্টিক ম্যাগাজিনের সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসরাইলি কর্মকর্তা বলেন, ‘আমরা ভাগ্য বলতে হবে যে পশ্চিমতীরের পরিস্থিতি এখনো আমাদের প্রতিকূলে যায়নি। অথচ এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের শুরু থেকে প্রতি মাসেই সেখানে ৯০ থেকে ২০০টি পর্যন্ত দুর্ঘটনা ঘটছে।
ইসরাইলি বিমানবাহিনীর সাবেক জেনারেল নমরুদ শেফার আটলান্টিককে বলেন, গাজায় এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। এর মধ্য দিয়ে মূলত তিনি নিজের রাজনৈতিক জোটেরই এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি অন্য কারো স্বার্থ বিবেচনায় নিচ্ছেন না।
তিনি আরো বলেন, যদি ৭ অক্টোবরের হামলাটা হিজবুল্লাহ চালাতো, তাহলে আমাদের সেনাবাহিনী আজো লেবাননেই থাকতো।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়ে আসছে। এক্ষেত্রে তারা হত্যা, অনাহার, ধ্বংস ও বাস্তুচ্যুতিসহ সব ধরনের জঘণ্য কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবৃতি কিংবা অপরাধ আদালতের কোনো ধরনের নির্দেশকে তোয়াক্কা করছে না।
এই গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৯৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন। এছাড়া এ সময় ১০ হাজারের বেশি নিখোঁজ এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যারা এখনো গাজায় বর্তমান রয়েছে, দুর্ভিক্ষে তাদের প্রাণও ওষ্ঠাগত।
একইসময় ইসরাইলি বাহিনী পশ্চিমতীর ও জেরুজালেম এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১০১৫ জন হত্যা করেছে। আরো ৭ হাজার জনকে করেছে আহত। বন্দী করেছে ১৮ হাজার ৫০০ জনেরও বেশি।
সূত্র : আটলান্টিক ম্যাগাজিন/আল জাজিরা